Last Update : December 10, 2023
সংক্ষিপ্ত আকারে প্রকাশিত কোন ভাবকে শৈল্পিক ভাষায় পল্লবিত করে তোলার নাম হল ভাব-সম্প্রসারণ। কবিতার দু-একটি ছত্রে কিংবা গদ্যের দু-একটি বাক্যে বিশাল সমুচ্চ ভাব বীজাকারে অন্তর্নিহিত থাকে। ব্যঞ্জনায় বা ইঙ্গিতে ব্যক্ত সেইসব অকথিত ভাবকে নিজের কথায় বিকশিত করে তোলার নাম ভাব-সম্প্রসারণ।
ভাব-সম্প্রসারণ সম্পর্কে কয়েকটি কথা মনে রাখা দরকার :
- প্রদত্ত অংশটি বারবার পাঠ করে তার মর্মোদ্ধার করতে হবে।
- প্রারম্ভিক বাক্যটি সুরচিত ও আকর্ষণীয় হলে ভালো হয়।
- ভাব-সম্প্রসারণ প্রসঙ্গে কোন ক্ষুদ্র কথিকা বা মহাপুরুষদের বাণী উদ্ধৃত করা যেতে পারে।
- ভাব-সম্প্রসারণের আকার প্রবন্ধের মতো বিশাল কিংবা সার-সংক্ষেপের মতো ক্ষুদ্র হবে না।
- ‘কবি বলেছেন’ বা ‘এখানে কবির বক্তব্য হল’ –এইজাতীয় মন্তব্য ভাব-সম্প্রসারণে নিষ্প্রয়োজন।
যাইহোক ভাব-সম্প্রসারণ সম্পর্কে সাধারণ ধারণা তোমরা পেয়েছে। এখন ভাব-সম্প্রসারণের নমুনা উত্তর এখানে দেওয়া হল :